মানুষ মানুষে কত ভেদাভেদ আজ,
কত রক্ত প্রবাহিত হয়,কত মানুষের লাশ!
কত বিকাল কাটে মৃত্যুর মিছিলে,
ধর্মের ভেদাভেদে বলি হয় মানুষের সত্তার-
অমানুষের স্বার্থে নীতিজ্ঞান বর্জিত কিতাবে।
বিষাদশান্তে দুখিনী মা,বাবারা বোবা প্রায়।
ধর্মের বিনিময়ে মনুষ্য বিক্রি দু'পয়সার বাজারি মুল্যে-
মানবতা মরে গেছে-দু'চারি মিছে কান্না,
পর্দায় আবৃত সততা,চুপ থাকায় লাভ বেশি!
অমৃতলোকে কোনো বিভেদ নেই,
মনুষ্য সব একই রূপ-যৌবনে চিরচেনা-
আমাদের সমাজে কত দল মত,
কতই না বড়াই ধর্মে-কর্মে!
সঙ্গতিপন্ন মানুষেরা রাজা-কতক তো মহাসাধক!
পুরোহিত,মোল্লা।
বাকি সব মরে যাক,জয় হউক ধর্মের-
সমাজ নেতার বয়ানে দু'চারি মরলে ক্ষতি নেই,
জীবিতদের বকশিশ দাও মাথা গুনিয়ে শতে-
যদু,মধু একই ধর্মের জাত,
বাকিদের ধর্মে বিভেদ করো-
আরশের মালিকের কাছে আর্জি আজ,
ওগো দয়াবান,কখন আসিবে ফিরে,
সেই সুদিন-
যেদিন ধর্ম নিয়ে ছিলো নাকো ভেদ,
রাসুলের (সঃ) বানী,ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না,
মানুষে মানুষে কিসের ভেদ জানি না আজও,
মরলে কি কারো বহু মূল্যের জুটে কি ভূষণ?
না,
সকলের তেমন তো হয়নি কোনো দিন,
আজও হবে না জানি,
শান্তির কেতন উড়াও আজ,
কুরআনে হাদীসে রাখো যদি রাখো তুমি চোখ-
মিটে যাবে ভেদাভেদ সকল মানুষের।