পাহাড়ের বুকে জেগে উঠা ঝর্ণার গানে,
ঝিরিপথে অমসৃণ পাথরের স্তরে-
তোমার নামে শতেক শব্দ চয়ন,
কখনো কবিতাতে কখনো গল্পের আসর।
প্রভাতী,
রাত জাগা স্বপ্নের আবেশিত ভোরে,
পাখিদের কুজনে বিমোহিত মনে-
তোমার জন্যে হৃদয়ে কথা জমে।
ধরো,
একটা প্রেমের কবিতার নায়িকা তুমি!
সে ভোর থেকে আগামী ভোরে,
তুমি,তুমি আর একটা কবিতা।
কবিতা প্রাণহীন,
তুমি চঞ্চলা,মায়াবিনী।
কয়েকটি চরণে কবিতা কথা বলে,
তুমিতো সে কবে থেকে চুপ!!
কবিতায় কবি,
আর আমার মাঝে তুমি!
শুধুই সৃজিত ভালোবাসা।
শুন,
কতক ছন্দ সাজাই তোমার নামে!
প্রভাতের নিমন্ত্রণে তুমি এসো-
এই বর্ষায়,
ঝরঝর বৃষ্টির সাথী হয়ে কদমের ছায়াতলে।
তোমার জন্যে ফুলের বাসরে শুভ্রতা-মায়াবী রূপ,
প্রভাতী,
কবিতা লেখার আয়োজনে নিমন্ত্রণ রেখো।
এই শীতের প্রকোপে বকছি না,
ঠিকই আছে মস্তিষ্ক!!
চেনা জানা শহরটাও ঠিকই আছে,
বদলের সুর জমেছে হৃদয়ে!
ক্ষণে ক্ষণে,
তোমার নামে শত বাহানা সাজাই,
কত কবিতা নামে-বেনামে!
চুলে মায়া,নাকি ফুলের আবরণ জানি না,
তবে সুন্দর!
তুমি,
আর তুমি!!
কারণ,
তুমি ছাড়া কে হতে পারে এত সুন্দরী।
না,কেউ না!
তাইতো,পছন্দ করি,
খুব বেশি!
ভাবতেছো সুন্দর যে তাই?
না,
তুমি ভালো,
তাই যদি ভালোত্বের গুণ পাই!
সে লোভে,
পাশে থাকবে!
বেশি আবদার না,
ক্ষণিক থেকো!
একটা হারানোর গল্প বুনব।
তখনই চলে যেও।