কথা না বলার বায়না করেছিলে,
জল্পনা-কল্পনার অবশেষে ধরে নিয়েছিলাম-
নিয়তি!
তুমি ঠিক ভুলেই বসেছো-
জীবাত্মা বাহ্যদৃশ্যে বহু ভূষণে সজ্জিত ছিলো,
কিন্তু ভিতরের আমিতে কতই না হাহাকার!
খেয়ে পরে ঠিকই বেঁচে ছিলাম,
তবেই,বিজন প্রান্তরের মতো কূজনহীন।
আমি ভালো থাকার মিথ্যে গল্প বুনেছি-
তুমিহীন বা তোমার বুলি স্পর্শ কাঁদিয়েছে।
আজ,
কেন জানি খুব মনে পরেছিলো-
হয়তো মিলনের বাঁশি বেজে উঠেছিলো,
মনকাননে অপরূপা তোমাকে নিয়ে।
সকাল হতে বারবার তোমার কথা ভাবা-
নতুনের ইঙ্গিতে,
তোমার পানে চেয়েছিলাম।
জীবন বিনিময়ের শর্তে তুমি ঠিক ভুল করেছিলে-
কতদিন কথা বলোনি,মনে করতে পারো?
না!
তুমি পারবেনা,বায়নাতো তোমারই ছিলো।
আমি আশায় বুক বেঁধে ছিলাম,
তুমি আসবে!
হুম,
আজি মিলনের সময় হয়েছে-
তুমি এসেছো!
কত গল্পের রসদ জুগিয়েছো?
না বললে ক্ষতি নেই!
তোমার তো সুমতি হয়েছে-
কতদিন পরেই আজ কথা হলো।