অবেলায় এসো না!
আহমেদ হানিফ।
অবেলায় কেনো এলে তুমি?
আজ,
অশান্ত নগরে লাশের গাড়ির যত্রতত্র সাইরেন,
কথা বলার অভিযোগে দণ্ডিত মানুষের দেহ পরিবহণে,
নীতির মানুষের শঙ্কা বাড়লো মরণের-
কোটি টাকার সওদায় প্রত্যক্ষদর্শীরা চুপ।
বড় অবেলায় এলে তুমি,
যেখানে ভাসমান মানুষের দাম নেই,
দলিত শ্রেণির নিত্য মরণে-
খবরের কাগজে শিরোনাম"নর্দমায় অজ্ঞাত লাশ"!
আমাদের দেখা ভোর গুলো হতাশার,
মানুষের রক্তের দাগে রঞ্জিত রাজপথ,
অগ্নিকাণ্ডে অচেনা হয়ে যাচ্ছে পরিচিত দেহের গড়ন-
তবুও ভোর হয় কষ্টের-মরণের।
মরণোন্মুখ এই বেলায় কেনো এলে?
এখানকার কাশের বনেতেও রক্তের দাগ,
সাদা ফুল গুলো রক্তের জমিনে পতিত,
এখানে ভোর হয় স্বজনের আহাজারিতে-
প্রতিটি পাড়ায় শোকের মাতম।
অবেলায় কেন এলে?
এখানকার জনপদে নগ্ন মানুষের অস্ত্র হাতে বিচরণ,
বুড়িয়ে যাওয়ার কাল গুনছে ষোড়শীরা,
নেশায় মত্ত পুরুষের দেহগুলো উন্মাদ!
এই বেলায় কেনো এলে?
অশান্ত নগরে লাশের গাড়ির সাইরেন বাজছে,
আত্মীয়দের খোঁজ নেই-
কথা বলার অভিযোগে দণ্ডিত মানুষের লাশের-
গোরে সমাপিত করতে মরণের শঙ্কা-
মানুষের বড্ড অভাব এখানে।
এই বেলার চলে যাও কোনো সভ্যদের লোকালয়ে,
বসবাস করো তুমি এসো না এখানে-
যদি কোনো দিন শান্ত হয় আমাদের নগর গুলো,
তবে,
এসো শত ফুলের বরণ মালায়,
তোমার আগমনের উৎসব মানাবো।