কত যে বসন্ত এলো গেলো,
রুচিহীন বয়সটাও থেমে নেই-
এলোমেলো স্বপ্নের করুণ সমাধিকক্ষে,
হাজারটা গালির ফলকবদ্ধ অভিশাপ।
তারপর,
নানা অজুহাতে -
না মরার কত আয়োজন সারা হলো,
বেদনাও মুখ ফিরিয়ে নিয়েছে-
আর কতো পারে?
তারাদের নিমন্ত্রণ বা অদৃশ্যতার ঘোরে,
না বাপু!
তা আর হলো কই?
না,আজ মরার বড্ড বাসনা হলো!
কুয়াশার কাপনে-
বড্ড আমুদে স্বভাবের আশা!
হতদরিদ্র মানুষ,হাত তিনেক সাদা কাপড়ই দিও-
সলিল সমাধিতেও ক্ষতি নেই।
না,
আর সময় নেই-
অদৃশ্য দূত এসে গেছে,
বহুকাছে..
নিঃশ্বাস দূরত্বে আবস্থান!
চলে যাওয়ার ক্ষণে শেষ মিনতি,
বহুকাল পরে-
সহস্র বসন্তের আগমন কালে-
একটা স্মরণিকা সাজিয়ো মহামূল্যে।