বসন্তের বিদায় কিংবা পাতা ঝরা শীতে,
আমি একটুও মন খারাপ করি না,
নতুনত্বের সৃজনে হারানোতে সুখ-
পৃথিবীর গল্প গুলো এভাবেই চলছে।
সেদিন শুনেছি আমি,
কথাদের সাথে মনোমালিন্যে যুবকের আত্মাহুতি,
পৃথিবীতে ঝরে এমনই কত প্রাণ-
ভাবি,মন খারাপ করি না।
তবে আজ স্থির নেই,
মানস থেকে কথাদের জড়তা,
খারাপত্ব নিরূপনযোগ্য কিনা বুঝছি না-
পৃথিবীটা অন্যরকম লাগছে।
আগেই বলেছি আমি,
নিত্যকার মায়াকান্নায় জড়াই না,
সেই শীতের রিক্ততা কিংবা বসন্ত বিদায়ে-
নতুনত্বের আমেজে ভুলে যাই।
তবে আজ পারছি না,
অলক্ষ্যে তাকিয়ে চৈতন্য হারাচ্ছি,
কারণ-
আমার লক্ষ্মীটির অসুখ বেঁধেছে।
শেষ আলাপনে তার করুণ অভিব্যক্তি,
হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে,
সমস্ত শরীর যেন অবসাদে আঁকড়ে ধরেছে-
আমার লক্ষ্মীটির অসুখ বেঁধেছে আজ।
বসন্তের বিদায় কিংবা পাতা ঝরা শীতে,
আমি একটুও মন খারাপ না করলেও,
আজ স্থির নেই,বেদনাহত-
আমার লক্ষ্মীটির যে অসুখ বেঁধেছে।
পৃথিবীর বুকে নতুনা সৃজন হউক,
গল্প বলার মানুষের সংখ্যা বাড়ুক,
আমার লক্ষ্মীটি সুস্থ হয়ে যাক-
তবে আমার মন ভালো হবে জানি।