ক্লান্তিতে শরীরটা বড্ড অবসাদগ্রস্ত
বিরামহীন কর্মযজ্ঞে ভুলে গিয়েছি
ভুলে যাওয়া নিত্য অভ্যাস যেন-
কত কথা যে বেমালুম ভুলে যাই।
অন্তঃপুরে উৎপাত হবে হয়তো
বজ্রনাদে শরীরটা হকচকিয়ে উঠবে
মনোহর রূপিণী ক্রোধাক্রান্ত-
আজ তার জন্মদিন ছিলো।
যথোচিত শব্দের বরষণে
কত যে দোষ আজ উন্মোচিত হবে
কত মানুষের যে তুলনা-
আজ তার জন্মদিন বলে।
অমানিশীথে তারাদের লুকোচুরি
ক্লান্তিতে চোখ বুজে আসে
তবুও জাগতিক সুখানুভূতিতে পরাস্ত-
বেমালুম ভুলে যাই সবকিছু।
অন্তঃপুরে শান্তি চুক্তির আহ্বান
পা টিপে টিপে যাচ্ছি
কোলাহল থেমে গেছে বহু আগে-
ভালো মানুষ বোধহয় এমনই।
বাহুডোরে আবদ্ধ করেই
মৃদুস্বরে দোষ স্বীকারে
বলছি শুভ জন্মদিন-
শুভ হউক আমাদের একসাথে চলাতে।
সকল যাতনা ভুলে
হরিষে শব্দযোগ-তুমি না
তুমি পৃথিবীর সবচেয়ে ভালো-
বহুকাল থেকো কাছে বহু কাছে।
স্মরণে উদিত হয় কত কিছু আজ
কত অপারগতার মাঝে
দিনগুলো চলে যায়-
ক্লান্তি আর ভুলতে ভুলতে।
জড়িমা ভুলে তার সহজ স্বীকারোক্তি
তুমি এমনই ভালো আছো
আমি সব মিছিমিছি বাহানা ধরেছি-
জন্মদিন এইতো বুড়িয়ে যাওয়ার গল্প বলে।
আমিতো সুখে হারাবো
নতুন সৃজনে
তুমি আবদ্ধ করে থেকো-
বহুকাল ঠিক এই ভালোবেসে।
এই জন্মদিনে শুভেচ্ছা নয়
আজ তুমি শেখালে জীবন
ভালোবাসায় আবেশিত আত্মার-
উৎসবের দরকার কেন পড়ে।
অন্তরীক্ষে তারাদের স্বাক্ষী রেখে
চোখ যুগলে আনন্দের অশ্রু
ভিখ মাগি দয়াময়ে-
বহুকাল যেন ঠিকই এইভাবে থাকি।