জীবনের গল্প!
আহমেদ হানিফ।
কত জীবনের গল্প জমে আছে,
অজানা পাণ্ডুলিপির পাতার আবরণে-
কত দূর ফেলে আসা রাস্তা,
কত মানুষের সুখ খোঁজার নিদারুণ কষ্ট।
শহরের গলিতে কত বাহারি ভোজের পসরা,
জীবিকাহীন মানুষের প্রবেশ নিষেধ,
বস্ত্রহীন ভবঘুরে মানুষের কদর নেই-
খদ্দরের রুচিভেদে কত আয়োজন।
ওরা মানুষের সমাজের প্রীতির কথা বলে,
গোলপাতার ছাউনির মানুষেরা গণ্য নয়-
বড় বাবুদের কত শত পদ,
কতকের জন্য খুনের আয়োজন যত্রতত্র।
প্রেমিক পু্রুষের জিহ্বায় ভোগের লালা,
ষোড়শী জানে না-
মোলায়েম স্পর্শে শত চাতুরতা,
আবারো সভ্যদের সভাসদে নীতিকথার চর্চা।
মানুষের জীবনের গল্প থেমে যায়,
রক্তের ধারার চলাচল বন্ধেই মৃত মানুষ,
মাথার উপরে ঋণের বোঝা-
আত্মীয়দের সম্পত্তি তালাশ সর্বত্র।
বাবুদের পায়ের নিচে পিষ্ট মানুষ,
নীতির বিচারালয়ে দরকষাকষি বিজ্ঞ মানুষের-
হবে না বিচার,
ছোট জাতের মননের বেদনা সম্পূর্ণ থাক অজানায়,
নামাজের গৃহে কিংবা দেবালয়ে স্বার্থের ধান্ধা,
মানুষ নেই কোথাও!
মানুষের আবরণে যতসব অমানুষ।
বহুদূরে চলেছি আজ একা-
ধরেছি যাযাবর বেশ,
কত জীবনের গল্প জমে আছে,
অজানা পাণ্ডুলিপির পাতার আবরণে-
কত দূর ফেলে আসা রাস্তা,
সুখের আয়োজনে কত পথের পিছনে আসা,
আর কত দূর জানিনা গমন!
মানুষের কোনো সমাজের দেখা ফেলে-
বিচার বসাবো যত অমানুষের।