পৃথিবীতে কত যে  ফুল ফুটেছে,
নিজের অজান্তেই বিলিয়েছে তার সৌরভ,
কখনো অকারণে ঝরে পড়ার গল্প হয়েছে-
কখনো আবার,
সাজিয়েছে নব বাসর ভালোবাসার স্পর্শে।
শত আকুতির পরেও ছাড়া পেলাম না,
দেহের প্রতিটি হাড় জানে-
রক্তবিন্দুতে লেখা রয়েছে আত্মচিৎকার,
বাঁচার শেষ নিবেদন।
আমিও অকারণে ঝরে পড়া ফুলের মতোই,
মূল্যহীন,
থেমে যাবে সকল গল্প,কথা-
বুকের ভেতর শত ব্যথা জমিয়ে কাপনে জড়াবো দেহ।
বসন্তের বিদায়ে ঠিকই অপেক্ষার অনুসারী রেখে যায়,
আগামী বসন্ত বরণে তারাই অগ্রগামী,
আমার কেউ নেই,
অসমাপ্ত গল্পের পান্ডুলিপিতে রয়ে যাবে সব কথা।
ঝরা ফুলের মতোই মাড়িয়ে যাবে কবরখানা,
কেউ আর স্মরণিকা রচিবে না,
হারিয়ে যাবো অজানায়।
রক্তবিন্দুতে লেখা রয়েছে আত্মচিৎকার,
ক্ষণেক্ষণে বুকের ভেতরটা হাহাকার করে উঠে,
চোখের গড়িয়ে পড়া জলেই বলে যায়-
কতটা অসহায় আমি সত্তা।