পলাশের নিমন্ত্রণে ছুটেছি বহু দিগন্তে,
সেই ভোর হতে নিশি রাত,
দুরন্তপনায় মেতে উঠা বালক মানসে-
কালো দিঘি জলে ভাসমান পদ্ম।

ঝিরিপথ ধরে মায়াবী পাহাড়ে,
ছুটে চলেছি-
একটুখানি প্রশান্তি যদি মেলে,
স্থায়ী হওয়ার বাসনা হৃদয়ে।

বালক মানসে আবদ্ধ পদ্মা,
কিংবা-
পাহাড়ি কন্যার সহাস্য মুখোশ্রী,
ছুটে চলার কারণ নয় ওগো।

ভুলিতে পারিনা,
ভুলার দুঃসাহসও করছি না,
ঘুমহীন রাতের অবসানে ঠিকই মনে পড়ে-
দু'টি চোখ।

যে চোখ যুগলে বারতা আনে,
সাঁঝের একাকীত্বে,
নতুন জীবনের গল্প বুনতে-
সেই চোখ দু'টি পারঙ্গম।

আয়তনয়না,
ছুটে চলার উপলক্ষ্য তুমি,
তোমার ডাগর চোখের চাহনিতে,
হৃদয়ে প্রশান্তি আসবে।

আজ কবিতায় তুমি,
সুনয়না বলতে দ্বিধাহীন আমি,
শব্দের সুচারু বিন্যাসে তুমি-
মানসে সৃজিত হও আয়তনয়না।

তাই শব্দাবরণে তোমাকে খুঁজি,
প্রশান্তির আশে,
কিংবা-
বন্দনায় উঠে আসা ডাগর চোখের প্রেয়সী।