আমি আমার কথা শুনাবো আজ
জীবনের-বেড়ে উঠার
যদিও নাটুকে নয় জীবন
তবুও কম কিসে-
কতই না নাট্যগুণে জীবনের মেলবন্ধন।
আমি!
অবাধ্য বয়সের বাড়ন্ত দিনগোনায়
আমার বয়স পঁচিশ চুঁইচুঁই!
মফস্বল থেকে উঠে আসা আমি-
এখনো বিজনমূর্তিতে বিরাজমান।
শহরের আলো চাকচিক্যময় জীবনে আমি
কপাল গুণে এখনো টিকে আছি
বহুকিছু দেখি
অজানা শতেক উকিঁ মারে স্বপ্নিল জগতে-
এত কিছু গায়ে মাখতে নেই।
দু'পয়সার রুটি-ভাতে দিনগুজরান
দ্বারে দ্বারে যাওয়া আসা নিত্যকার কাজ
আমি ও অলস নই,
এই যাচ্ছি বেশ।
প্রতিপত্তি
খোঁটা হরদম চলছে,
আমার কি আসে যায়-
খেয়েইতো বেঁচে আছি।
শৌখিন পুরুষ আমি নই
সর্বাঙ্গে লেবাস হলেই চলে!
জীবনের এই লগ্নে কিছু মানুষ পেয়েছি-
খুব ভালোবাসে হয়তো,আমিও বাসি।
কৃতজ্ঞচিত্তে তাদের গুণকীর্তনে কম হয়
আজীবন যেন পাশে রই এই মিনতি
জীবন শিল্পের মতো
কত কারুকাজ-
কতই না আবার নর্দমা সাদৃশ্য।
আমি জানিনা
শৈল্পিক ছোঁয়া কি?
জীবসত্তায় বন্দি এখনো
অদৃশ্য পথেই চলছি কত দূর জানিনা-
সুখের প্রতিচ্ছবি যদি পাই শোভন আচরণে নত হবো।
আমিও মানুষ হবো
মফস্বলের ঠিক আমিই রবো
সুচিন্তিত আমি হবো-
আমি মানুষ হবো।