প্রতিটা ভোর কোনো না কোনো মৃত্যু মিছিল অশ্রুসিক্ত স্বজনের আহাজারি!
সমাজের মুখে কথা ফুটে না-
বোবা! নিরেট সদাচারী!!
আমরা-
অতিশয় সভ্য! তবুও খবরের কাগজ গুলো বেজায় বলে যায়-
অমানুষ!চৌর্যবৃত্তি!ধর্ষক-ধর্ষিত বিশেষণে,
আচ্ছা,মহাশয়-
আমরা কি তাই?
মানুষ কি জানোয়ার?
কই জানোয়ারতো মানুষ হয় না!
তবুও আমরা সভ্য!
দামী পোষাকের আচ্ছাদনে অমানুষ আজ মানুষ!
আমরাও পোষাকী-নিলজ্জ মানুষ।
কত নতুন গল্পের বুনিয়াদ নারী-পুরুষ-
আজ পার্থক্য শুধু মানুষে!
মানুষে মানুষে বিভেদ,
কথা বলা কিংবা কাজে!
হত্যা,গুম-ধর্ষণ নিত্যকার আয়োজন,
তুমি,আমি আমরা কি জানি না-
এই হীন কাজের প্রতিকার!
না!
বোবা আমি!
মনুষ্যত্ব বিকিয়ে বসেছি সস্তা হাটে-
আমিও আরেক মিছিলের অপেক্ষায়-
আমার খুনের বিচার চাই!!
না!
সভ্য সমাজে এই করতে নেই-
মানুষ মরবে চিরন্তন সত্য,মরতে দাও!
কতক কমুক না-
পালা করে আমরাও মরবো,
তবেই
আমরা নতুন সভ্যতায় পদার্পণ করবো