অনিয়ন্ত্রিত আবেগ ধীরেধীরে হাস্যকর হয়ে দাঁড়াল
পাগল না হলে এত আবেগ!
নিজেকে হারিয়ে ফেলে,
ফের খুঁজে পেয়ে ফিরে গেছিলাম ওর কাছ,
ততক্ষণেও সেও নিজেকে খুঁজে পেয়ে গেছে।
ফিরে এলাম তাই,
সেই অসীম শূণ্যতায়, বিফল মনোরথ।
হাসির পাত্র, দুয়ো দেওয়ার আদর্শ লক্ষ্যবস্তু
চোখের সামনে সবাই হয়ে উঠল
দূর্বলের উৎপীড়ক।
রাতের পর রাত
দিনের পর দিন
ভালমন্দ অনেককিছুরই কসরত করে
স্বেচ্ছাতালিমে মেতেও রেহাই নেই
সেই এক রুট, একই রুটিন
টপটপ পড়া অগোচরের অস্রু
বাতিক হয়ে যাওয়া বিষাদ
যতই বলিউডি শোনাক
ফলিত মনোবিজ্ঞানের দিব্যি
আমি রক্ত ঝরিয়ে
আঙুল পুড়িয়ে দেখেছি
আপনাদের কাছে যা অবাস্তব ও হাস্যকর
আমার কাছে সেটিই ঘোর বাস্তব।
দেশের অবস্থা: রাষ্ট্রীয় নিপীড়ন, হায়দরাবাদের অমানবিক ট্র্যাজেডি
সবই আমি অনুভব করি শুধু বোঝাতে পারি না
স্বেচ্ছাতালিম শেষে দেখেছি সবই নিষ্ফলা
গান-কবিতা-ক্যানভাস সব তাই তাকে তুলে রাখা
পেছনে ফেলে রেখে শত যোজনজোড়া ব্যর্থতা।
যেমনভাবে আপনারা বুঝেন না
দুদিন না ঘুমিয়ে আমি কীভাবে রুটিনমাফিক কাজ করে যাই
চোখে আক্ষরিক অর্থে সর্ষেফুল দেখি
বিষাদের চাদর নিজে থেকেই গায়ে জড়িয়ে যায়
গেঁটেবাতের মতো ব্যথা ছড়িয়ে পড়ে সারা গায়ে
সন্ধ্যায় পাখিদের বাসায় ফেরা
আর সকালের কিচিরমিচির এসবের সাক্ষী।
হাসুন আপনারা, হাসো তুমিও
হাসাতে পেরে মনে হল - ইউরেকা!
এই বিদ্যেটা চর্চা করা হয়নি
সব দুঃখ-বিষাদ কলজেয় পুষে রেখে
নিয়ম করে সং সেজে
আপনাদের হাসিয়ে যাব।