গ্যাব্রিয়েল রোজেনস্টক

অনুবাদ
শামীম আহমেদ লস্কর


ভারতের কাছে চিঠি  (তেলেগুভাষী কবি ভারাভারা রাওর কারাদণ্ড নিয়ে)


ভারত!

দেবী সরস্বতী কি হাসেন
যখন তুমি কবিদের জেলবন্দী করো
যখন, কোভিড-আক্রান্ত তাদের
মূত্র পরিবেষ্টিত স্থানে মতিভ্রম ঘটে?

ভারত!

সরস্বতী কি তুষ্ট হন

        ভারাভারা রাও, আমি তোমায় এই শব্দগুচ্ছ পাঠালাম
        হয়ত তারা জ্বলজ্বল করবে
        ক্ষণিকের রোদের মুখোমুখি হওয়া
        ছড়িয়ে ছিটিয়ে থাকা ধূলিকণার মত

হায় ভারত! তুমি কি অনুমতি দাও
খানতল্লাশি ছাড়াই ভোরের আলো কে ওর কামরায় ঢুকতে দিতে
চাঁদের আলো
কিংবা দূর তারকার বেলা?

ভারত!

সরস্বতীর সুষমামণ্ডিত হাসি ওর ঠোঁট থেকে ম্লান হয়ে আসছে।