তোমার অসুখে আমিও অসুখ
—আহমাদুল্লাহ আশরাফ

যখন শুনি তুমি অসুখে পুড়ছো
জ্বর কিংবা কাশিতে ভুগছো
তখন আমার না মন ভেঙে পড়ে
তোমাকে দেখার জন্য আমার মন চিনচিন করে।

তখন দেহটা দূরে থাকলেও মনটা—
তোমার কাছেই থাকে। এবং—
তোমার অসুখে আমিও অসুখ হয়ে যাই।
মনের উত্তাপ তখন অনেকটাই বেড়ে যায়।।

আমার মরে যাওয়ার মতোন অবস্থা হয়—
তোমাকে হারালে আমি নিজেকেই হারাই
বলো! হারিয়ে যাবে না তো কখনো?
আমাকে ছেড়ে চলে যাবে না তো?