প্রিয় অতীত
আহমাদুল্লাহ আশরাফ
...................................//

তোমার শূণ্যতায় অন্তরে বিরাজমান মরুভূমির হাহাকার,
যেখানে বয়ে চলছে দুঃখের নদী ও সুখের একাকার
তোমার কায়া যেনো প্রিয়তমার পুলকের ঘ্রাণ,
যার অনুপস্থিতিতেই আজ জীবন হয়েছে ম্লান।

কত হাসি হেসে এসেছি তুমি ছিলে যখন,
মায়ার বাধন পাহাড়সম ছিলো যে তখন
কান্নার শেষে সুখেরা দিতো ধরা,
আজ যেন সবই রয়েছে অধরা।

বিষাদের নদীতে বইছি আমি, মেঘঢাকা আকাশে
চিরতরে নিয়েছো বিদায় তুমি, বিলীন হয়েছো বাতাসে,

২৮ ||মার্চ || ২৫