ভাষার জন্য রক্ত ঝরালো,
কোনসে সে জাতি।
আর কেউ নয়, আর কেউ নয়,
বাঙ্গালী, বাঙ্গালী।
মাতৃভাষা, মুখের ভাষা,
কেড়ে নিতে যে চায়।
মানুষতো সে নয়,
পশুকে হার মানায়।
মায়ের ভাষা, মধুর ভাষা,
প্রিয় কারে কয়?
তাইতো শুধু রক্ত নয়,
প্রাণটাও যে হয় ক্ষয়!
সহজ সরল ছেলেগুলো,
প্রাণ দিল রাজপথে।
ইতিহাসে আর কোন জাতি,
পেরেছে এমন হতে?
যতদিন হবে বাংলার আকাশে,
নতুন সূর্য উদিত।
ততদিন রবে সবার হৃদয়ে,
ভাষা শহীদদের নাম মুদ্রিত।