নিশিতের শিষ ভেঙ্গে উকি দেয় চাঁদ
অঝোর ধারায় জোছনার আভায়
স্নিগ্ধময় সারা রাত,
ঝাউবনে মৃদু সমীরণে
চলে অভিরাম কথোপকথন,
সবুজের গাঢ়তা জোনাকির মাতোয়ারা
নব বারুতায় নীবিড় হয়ে-
উন্মাদনায় ফেটে পড়ে
তুমি আসবে বলে.....!
সোনালী রোদ্দুর সোনাঝরা মাঠ
চৈত্র ফসলের ঢেউ কলতান,
ঝংকৃত ধ্বনিতে উল্লাসিত মন,
হৃদয়ে সুখের পিদম
মৌনতায় ওঠে জ্বলে
তুমি আসবে বলে.....!
বৃষ্টি ঝরে যায় চাতকেরা প্রান পায়,
রুদ্র গন্ধে নাচে ফুল আনন্দে,
উলঙ্গ বৃক্ষরাজি সবুজের ছোয়ায়
পত্র-পল্লবে ভরে ওঠে
তুমি আসবে বলে.....!
স্বপ্নেরা জাগে রন্ধ্রে রন্ধ্রে
ভাবনারা নাচে ছন্দে ছন্দে,
কবিতা হয় আরো কাব্যিক
সংগীত হয় আরো রাবীন্দ্রিক
হৃদয়কৌঠে নীবিড় আলিঙ্গনে
তুমি আসবে বলে.....!