শরতের ধূপছায়া গোধূলীতে
যখনই শুনি বৃষ্টির ছন্দ
অনুভবে জেগে ওঠে শিহরণ,
তোমােকে পাবার বাসনারা
হৃদয়ের বাসরীতে আজ
বেজে ওঠে ক্ষণে ক্ষণ।
দিগন্তের নীলাভ চত্ত্বরে
নীলিমার রঙ্গে আঁকা ছবি
অথৈয় জলে আনন্দে দোলে,
শুভ্র সুখের বলাকারা ছুটে
তৃপ্ত ডানায় ভেসে
তোমারই আচঁল পরশে।
আচমকা মনে নেমে আসে শুন্যতা
প্রকৃতির মতই তোমার নিস্তব্ধতা,
আকাশের রঙ মুছে যায়
অফেরা স্রোতের ধারায়।
বৃষ্টি থেমে যাওয়ার সাথে
ছন্দের মিল হারায় কবিতা,
দুঃখের বৃক্ষ হতে ঝরে
বেদনার অজস্র ফোটা।
তবুও স্বপ্নে বাধি বুক
দৃঢ় প্রত্যয়ে করি শপথ,
ভালবাসার অনু ছড়াই
অন্তবিহীন সীমানায়।
ভরা পূর্নিমার চাঁদ থেকে
একফোটা স্বপ্ন নিয়ে
তোমাকে ডেকে ডেকে যাই
তোমাকে চেয়ে চেয়ে যাই।