নিঝুম রাত,ঘুম নেই চোখে
কি করে ঘুম পাবে বলো
ঐ যে চাঁদ জেগে জেগে
জোছনা ওড়াচ্ছে,
দিঘীর কালো জলেরা ডাকছে
ছলাৎ ছল ছলাৎ ছল।
এদিকে জোনাকীরাও ক্লান্ত
বিভোর ক্লান্ত,
দক্ষিনা দিগন্ত হতে আসা
ঝিরি ঝিরি সমীরণগুলো
স্মৃতির ডায়েরিটা
উল্টিয়ে দিয়ে যায়
প্রতিটি পাতায় পাতায়,
মনটাকে ধরে রাখা যায় না
মনের ভেতর
ফিরে যায় স্মৃতির সাগর পাড়ে
তখনি ভাবি শুধু্ ভাবি
তোকে…।।
(২০০০ সালে এক বন্ধুকে লিখা চিটি)