তুমি দুরে চলে গেছ বলেই
সান্তনার চোখে এত আর্থনাদ,
অহেতুক তোমাকে পাওয়ার স্বাদ,
সারাটা ভাবনা জুড়ে অবিরাম তোমার
হৃদয়ের গভীর ছোঁয়ে অনন্ত বসবাস।
তোমার সুপ্ত স্পর্শে ফুটানো ঈষৎ ভালবাসা
সুখের রঙ ছড়িয়ে দেয় হৃদয়ের দিগন্তে।

কখনো আবার বিরহগুলো খুব বেশি বিলাসী হয়ে
তোমাকে হারিয়ে ফেলে সহজ চেনা পথে,
আবার তাকিয়ে থাকে উন্মুখ ছাতকের মতো,
সূর্যের মতো রোদ পাঠিয়ে খুঁজে বেড়ায়
তোমার সূর্যমুখী হাসোউজ্জল মুখ।
নির্ঘুম চাঁদের জোছনা হয়ে ভেজায় তোমার অঙ্গ,
অনুভূতিতে জাগায় ক্ষীণ সুখের অনুরণ।

তোমাকে পায়নি বলেই হয়ত আজো
ভাবনার বৃষ্টিরা যন্ত্রনার জল হয়ে ঝরে
বুকের মৃত্তিকায়,
চোখের দৃষ্টি তোমার পথপানে তাকিয়ে দ্যাখে-
জীবনের আঁধারে জ্বলে জ্বলে নিভে যাওয়া কোন জোনাকির খেল।
পাতা ঝরার শব্দে কান পেতে রাখি অনবরত,
হঠাৎ যদি শুনতে পাই তোমার আচমকা আগমন !

তোমাকে কখনো ছুঁয়ে দেখিনি বলেই
আশার পর্বত খুড়ে খুড়ে খুঁজে ফিরি
অফুরান সুখের ঝর্না ধারা।
কামনার স্রোতে ভেসে চলি অবিরাম
তোমারই বুকের পথ ধরে।
(১২ এপ্রিল ২০২০)