তোমার জানালা খোলার প্রহর এসেছে,
পর্দাটা সরিয়ে একবার হলেও দাঁড়াবে জানি
তোমার শাষনের চোখ, অভিমানী মুখ, ক্লান্ত প্রান
নিত্য ছায়ামূর্তি হয়ে আমাকে নাড়া দিয়ে যায়,
এলোমেলো আমাকে নিয়ে যায়
জানালার বাহিরে সবুজ আঙ্গিনায়,
বৃষ্টিতে ভিজে ভিজে একগুচ্ছ গোলাপ হাতে
তোমাকে দেখতে এসেছি, দেখতে এসেছি-
তোমার শাষন চোখের ভালবাসা কত!
তাইতো পাগলামিতে ঠাঁই দাঁড়িয়ে।।
বাহিরে হঠাৎ বিদ্যুৎ চমকিতে ওঠা গর্জন
অঝোর ঝরের তুমুল নাচন তুমি দেখেছ
আর আমি দেখেছি তোমার কপালের ভাঁজে
অভিমান ভঙিতে জমে উঠা প্রেম প্রেম খেলা।
তাইতো দৃঢ় প্রত্যয়ে সহেছি যন্ত্রনা।।
ঝরের উন্মাদনায় নৃত্যরত বৃক্ষরাজি,
পুকুর জলে ভেসে ওঠা ছন্দময় স্বর
কোন কিছুই তোমাকে স্পর্শ করেনি,
ক্লান্তির চাপে কালচে হয়ে যাওয়া মুখ খানি
মন-প্রান-দেহ পুড়ে যাওয়ার নিরভ ধ্বণিতে
দেখেছি ভালবাসার চিৎকার
শুধু যে আমারই মায়ায়।।
(১৫ এপ্রিল ২০২০)