তর্জনীতে উল্টে যাচ্ছি কালান্তর
উর্ধ্বময় সভ্যতার পৃষ্ঠা।
তখন থেকে আজো অবধি
অবনীর সৃষ্টে শ্রেষ্ঠ
মানুষের শ্রেষ্ঠত্ব।
চাঁদের ওপৃষ্ঠে এঁকে দিয়েছি
পদচিহ্নের নিশানা,
মহাকাল টুকরো টুকরো গাণিতিকে
বেঁধে রাখি হাতের কব্জিতে।
শুকনো কাঠে পাবক ইতিহাস
আজো জ্বলে আঙ্গুলের তড়িতে।
শুন্যে ভাসার স্বপ্ন উড়ায়েছি
সাদা কালো মেঘের ফাঁকে।
পাতাল গহ্বর বা অর্ণব তলদেশ
এখন আর অজানা নয়।
তখন থেকে আজো অবধি
অবনীর সৃষ্টে শ্রেষ্ঠ
মানুষের শ্রেষ্ঠত্ব।
প্রকৃতি থেকে ধারে নিয়েছি
বাঁচার উপকরণ আর
বাঁচিয়ে করেছি নিপুণ লেনদেন।
মগজের মগডালে অবিরাম দৌরাত্ম
থেমে থাকেনি কোন কালে
বর্তমান কি ভবিষ্যতে।
স্বপ্নের ভূমিতে দেই প্রেমের উর্বরতা
ভালবাসার চাষে ফলি
সুখের সবুজ পল্লব।
তখন থেকে আজো অবধি
অবনীর সৃষ্টে শ্রেষ্ঠ
মানুষের শ্রেষ্ঠত্ব।