অভিমান! নয়তো অভিযোগ!
নয়তো কেনই বা দুরে দুরে!
সবকিছু ছেড়ে ছুড়ে
পৃথিবী বদল !

আর বুঝি দেখা হবেনা
মধ্য রাতের উঠোনে তোমার
অহেতুক পায়চারি,
জোছনার রঙ মাখা উলঙ্গ পায়ে
উল্লাসে নাচানাচি।
তুমি কি এখনো সেই
উঠোনে...উল্লাসে...?
আগের মতোই রাত্রি যাপন।।

জীবনের তমসায় জোনাকিরা
জ্বলে জ্বলে আবার নিভে যাচ্ছে,
অজানা ব্যাথায় পাখিগুলো
একাকিত্বের সুরে সুরে কাঁদছে।
আমি তো এখনো সেই
জোনাকির নিভে যাওয়া...
পাখির কান্না...
আগের মতোই রাত্রি যাপন।।

তুমি যা কখনো দেখতে পাওনি
আমার চোখে সেটাই সর্বনাশ
তুমি যা কখনো স্পর্শ করোনি
আমার হৃদয় পোড়ার ইতিহাস।।
(১০ এপ্রিল ২০২০)