ধরাতলের জন্মটাই বেঁচে থাকার জন্যে
সিরীয়ার শিশুটিও বাঁচতে চেয়েছিল,
বাঁচাতে চেয়েছিল কোলের শিশুটিকে।
অচেনা পৃথিবীর স্বাদ নিতে ব্যর্থ হয়েছে
পৃথিবীর অধিকার থেকে হয়েছে বঞ্চিত
তাইতো পৃথিবীকে দিয়ে গেছে হুঁশিয়ারি
"আমি খোদার কাছে সব বলে দেব"।
নিথর নয়নে আকাশের পথধরে তুমি
স্বর্গের সিঁড়ি বেয়ে চলে গেছ
সত্যের মহান বিচারালয়ে।
বুকভরা বেদনার অভিযোগ পত্র
এতক্ষণে হয়তো বলেই দিয়েছ!!
যারা গণতন্ত্র নামের অসভ্য কারখানায়
মনগড়া আইনের ছকে আঁকছে
বিষাক্ত ক্ষমতার নীল নকশা।
মিথ্যে অহংকারের দাম্বিক্যে
পিষে দিচ্ছে অগণিত নিস্পাপ প্রান।
ফসফরাস বোমায় জ্বালিয়ে দিচ্ছে
পূর্ণ ফসলের মাঠের পর মাঠ।
বিশুদ্ধ চিন্তায় সৃষ্টি করে চলেছে
কৃত্রিম দুর্ভিক্ষের নীতিমালা,
কঙ্কালসার অনাহারীর জন্যে তৈরি করছে
শান্তনামূলক উপহাসের ফান্ড।
তুমি কি তাদের কথা বলে দিয়েছ?
সিরীয় কিশোরী বোন আমার
তুমি কি আমাদের কথাও বলেছ?
আমরা যে পাশ্চাত্যর উন্নত আবিষ্কারের ছুরিধারে
দাঁড়াতে পারিনি সভ্য সত্যের প্রতিরোধ নিয়ে
ইসলামের দীক্ষিত ঐক্যের পতাকাতলে।
আমরা নতশীরে দিয়েছি বিবেক বিসর্জন
শয়তানী ফান্ডে করেছি অনুদান
মৃত্যুর খেলায় করে গেছি সমর্থন
অসহায় চোখে চেয়ে চেয়ে দেখেছি
মর্ত্যের এই দুনিয়ায় আসা
এক টুকরা স্বর্গের চলে যাওয়া।।