তোমার একটি চিঠির আশায়
কানন শাখে সদ্য ফুটা ফুল
ঝরে গেছে নিরভ বেদনায়,
বৃক্ষের পাতা ঝরেছে আনমনে
শত বিষাদের বিরহ ছোঁয়ায়।
তোমার একটি চিঠির আশায়
রাত্রি কেটেছে নির্ঘুম একাকিত্বে
আধাঁরের অন্তবিহীন সিমানায়।
তোমার একটি চিঠির আশায়
সময়ের সাথে যুদ্ধ করেছি
দৃঢ় প্রত্যয়ে বক্ষ বেঁধেছি
খবরের কলিংবেলে প্রতিনিয়ত।
কখনো প্লাবন জন্মেছে অন্তরে
অভিমানের শব্দহীন ভাষায়
তোমার একটি চিঠির আশায়।
অবশেষে চিঠি পেলাম
প্রতিক্ষার হল অবসান
অনেক আশায় খুলে দেখলাম
আমার ভালবাসার চির মাশুল
তোমার যত্নে লালিত উপহার
একটি হলুদ ফুল।