আমার কাছে তুমি এক সন্ধ্যাতারা—
যাকে দূর থেকে দেখি
খুউব আগলে রাখি
কতো কথা বাকী
হয়না বলা !
হাতে হাত রেখে যায়না চলা—
কেউ জানেনা
তুমিও জানোনা
তোমার জন্য বুকের ভেতর কতোখানি জ্বালা !
২৬, পৌষ
কৃষ্ণ পক্ষ, চতুর্থী
১৪২৯ বাংলা যুগ
আহমাদ