তোমার দেশে
রাতের প'রে
কতো বৃষ্টি এসে যায়;
দিনের প'রে
তোমার কাছে
চাঁদ তারারা হেসে যায়!
আমার দেশে
সকাল হলে,
তপ্ত রোদে
বিকেল হলে
জীবনানন্দ কেঁদে যায়;
দিনের প'রে
রাত এলে
শকুন ছানার
ক্ষুধা পেলে
তারা এসে বলে যায়—
যে তুমি আমার ছিলে
সে তুমি আমার নাই !