ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ
---------------------------------
-------শিব পদ রায়
অসীম ধৈর্য্যের মানুষ      নিরন্তর রেখেছেন হুঁশ
                মানব সেবায় যার স্থান,            
ডুমুরিয়া ও ফুলতলার    মা মাটি মানুষের সবার
                সুখে দু:খে আছে মনপ্রাণ।

যাহার হাজারো পথচলা  মনেরকথাই খুলে বলা
                 উন্নয়নেই যিনি বিশ্বাসী,
সর্বদিকেই পদচারণা  স্নিগ্ধ সুন্দরেরআনাগোনা
                 সবখানে চান ঘুরে আসি।

ভূমি জরীপেরই সন্ধানে   এদেশেরই সকলখানে
                 দুর্নীতি মুক্ত ভুমি অফিস,
সবার এখন সে কামনা   সঠিক হবে ভূমিকল্পনা
                 রাজস্ব আয় হবে না মিস।

তোমার নূতন পদার্পণ      নব চেতনা অবতরণ
                ন্যায্য পাওনা বাস্তবায়ন,
সুফলই পাবে জনগন    স্বার্থক তোমার আগমন
                হবে সব প্রত্যাশা পূরণ।
           তাং- ১২/০১/২৪ ইং
          চুকনগর, ডুমুরিয়া, খুলনা।