ভোগান্তি
----------------------------------------
--------শিব পদ রায়
জীবনের শেষ বেলা কেমন কাটবে,
ভেবে আকুল হই ঈশ্বর কি করবে।
শুধু কামনা মোর ওহে জগদীশ্বর,
বিছানায় দেখিও না ভোগান্তির দ্বার।
ভুগে ভুগে মরা থেকে নিও এক টানে,
যেন কারো উপর বোঝা না হই জ্ঞানে।
ধরায় চাক্ষুষ দৃশ্য যা দেখা কষ্টের,
সন্তানের পরশ জোটে কি অদৃষ্টের?
জীবদ্দশায় বাবা মা কত শ্রম দেয়,
সন্তান মানুষ করে তোলে দুনিয়ায়।
পিতামাতা থাকে অনাদরে অবহেলায়,
এ কোন অভিশপ্ত জীবন দেখা যায়।
তাই ঈশ্বরে প্রার্থনা ভালো ভাবে নিও,
তব প্রদর্শিত পথে আলো দেখাইও।
ঘুমেরই এক নাম মরা অচেতন,
সেই মহাঘুমে হয় শান্তির মরণ।
তাং-১০/০৪/২৫ ইং