ভেজাল
---------------------------------
-------শিব পদ রায়
মানুষ ভীড়ে যায় দামে সস্তা
লাইন ধরে ধরে,
দিক বিদিক জ্ঞান থাকে নাতো
ভেজাল বয়ে মরে।
দূষিত খাবার ভীষণ বাজে
নিরন্তর সংকট,
রোগবালাই এসে বাসা বাঁধে
এলোমেলো বিভ্রাট।
বিষাক্ত স্প্রে তাজা তরকারিতে
নিয়ে আসে বাজারে,
ফলে ফরমালিন মাছি নাই
বিপদাতঙ্ক দ্বারে।
সবকিছু মিশ্রন খাঁটি নাই
বিবেক বাজেয়াপ্ত,
মানুষ হলো বিপদজনক
জীবন শরণাগত।
তাং- ২৭/১২/২৪ ইং