ভাষণ দিবস
--------------------------------
-----------শিব পদ রায়
ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ,
জাতিকে করেছে পরিপূর্ণ জাগরণ।
জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশ,
স্বাধীনতা সংগ্রামের সম্পূর্ণ আদেশ।

যার যা আছে তা নিয়েই ঝাঁপিয়ে পড়ো,
শত্রুর মোকাবিলা করতে ঐক্য গড়ো।
পথঘাট সব বন্দ করার ঘোষণা,
পাক বাহিনীর বিরুদ্ধে পরিকল্পনা।

নির্বিচারে গুলি করে বর্বর বাহিনী,
বাঙালি আন্দোলনে ক্ষেপে গেল তখনি।
আগুনের লেলিহান ছোটে চারদিকে,
যুদ্ধের ডামাডোল বাজে দিকে দিকে।

শত্রুসেনা রুখতে শুরু মুক্তি সংগ্রাম,
আমরণ লড়াই শুরু সেই প্রোগ্রাম।
ইয়াহিয়ার শাসন থেকে হতে মুক্তি,
মুজিবের ভাষণে আজ স্বাধীন জাতি।
     তাং- ০৭/০৩/২৪ ইং
     চুকনগর ডুমুরিয়া, খুলনা।