ভালবাসার পরীক্ষা
----------------------------------
--------শিব পদ রায়
জোর করে মনটা জয় করা যায় না,
ভালবাসায় হৃদয় প্রাপ্তি ষোল আনা।
সাত্ত্বিকভাবে উজাড় করে প্রেমে পড়ো,
মিথ্যে ভাবনার অভিনয় ত্যাগ করো।

নয় ব্যস্ততা ধীরে ধীরে এগিয়ে চলো,
ভালবাসার পরীক্ষা চলবে এলোমেলো।
টিকে রবে অপেক্ষার পালা ঢের বেশি,
ভাললাগা ভালবাসা না বৃথা প্রেয়সী।

দ্রুত প্রেম বিষাদ জীবন বয়ে যায়,
সুখ নামের পাখিটা পালিয়ে বেড়ায়।
সত্যিকারের ভালবাসা ব্যর্থ হয় না,
দীর্ঘ যাপন সুখে কাটে নাই ভাবনা।

বড় প্রেম শুধু কাছে নয় দূরে দেয়,
যে দরে আসে তেমনি যায় ব্যর্থতায়।
মর্যাদা রেখে করো আলিঙ্গন টিকে তা,
অনাবিল আনন্দ যৌবন স্বার্থকতা।

  তাং- ২৪/০৯/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া,খুলনা।