ভালো কাজের স্বীকৃতি
-------------------------------------
--------শিব পদ রায়
প্রতিদিন কিছু কিছু ভালো কাজ করা,
অর্জন হবে আশির্বাদ নিয়ত ধারা।
মিথ্যা কথা কভূ যেন নাহি আসে মুখে,
সবার মধ্যে জন্ম নেবে বিশ্বাস সুখে।
গুরুজন মর্যাদায় সম্মান পাওয়া,
মন থেকে তাদের কষ্ট না দেওয়া।
অন্ধ মানুষটাকে পথ দেখানো ভালো,
স্বীয় অভ্যন্তরে ঢুকবে জ্ঞানের আলো।
পশুপাখির যত্ন নিতে হবে প্রত্যহ,
সৃষ্টিকর্তার তরফ থেকে প্রাপ্তি স্নেহ।
ছোট ভাইবোনের ভালোবাসতে হবে,
উদার আতিথেয়তাই প্রকাশ পাবে।
বিধিমতে ধর্মীয় প্রার্থনা বিধাতার,
ভগবানে আত্মসমর্পণ দরকার।
তিনি যেন মোর প্রতি সদা প্রীত হন,
তুষ্টে সবার মধ্যে করেন অবস্থান।
তাং-১৮/০৩/২৫ ইং