ভক্তের চরণধূলি
-------------------------------
---------শিব পদ রায়
ভক্তের চরণধূলি আমার সম্বল,
পেয়ে মানবজনম না হয় বিফল।
হে ভগবান রাঙ্গা চরণে দিও ঠাঁই,
ভক্তি অর্ঘ্য গ্রহণ করো তব জানাই।
আমার মত অধম আর কেহ নাই,
তোমার সান্নিধ্য কৃপা আমি পেতে চাই।
দয়া করে বানাও মোরে সেবার দাস,
দিও রাতুল চরণ পাইগো আশ্বাস।
একটু জায়গা দাও তব মন্দিরে বসি,
অনাহুত একজন শত দোষে দোষী।
কৃষ্ণ ধ্যানে অতিবাহিত করতে পারি,
ভক্ত মাঝে যেন সাধুসঙ্গ পথ ধরি।
গায়ে মেখে চরণামৃত দিবো গড়াগড়ি,
পার করিও দয়াল নাই মোর কড়ি।
তোমায় করবো স্মরণ হবে মরণ,
সাধুর বাজারে হয় গোবিন্দ দর্শন।
তাং-২৬/০১/২৫ ইং