.ভাগবতপ্রেম
---------------------
-----শিব পদ রায়
ভাগবত অনুষ্ঠানে উদ্বুদ্ধ হওয়া,
এ যেন এক স্বর্গীয় পরম পাওয়া।
জন্ম পরবর্তী যোগ্য লগ্ন থেকে শুরু,
সঠিক নির্দেশনায় প্রাপ্তি  হয় গুরু।
জীবনে চলতে সদগুরুর দর্শন,
ধর্মপথে আনে আমূল পরিবর্তন।
ধর্মীয় আলোচনা করো হৃদয় গ্রাহী,
আলোকিত পথে এসে কৃপাদৃষ্টি চাহি।
সৎসঙ্গে স্বর্গবাস অসতে সর্বনাশ,
মনোযোগে জ্ঞানার্জনে রাখবে বিশ্বাস।
কৃষ্ণ কথা শ্রবণে মনটি থাকে ভালো,
গোবিন্দে হবো আসক্ত দূর হবে কালো।
কাম ক্রোধ লোভ মোহ করলে বর্জন,
চরণ কাম্য ঈশ্বরে করি সমর্পণ।
কত টাকা উড়িয়ে দেই বাজে খরচে,
ভগবান সেবা নিবেদনে রবে বেঁচে।
যেথায় হয় রাধাকৃষ্ণের লীলামৃত,
রসামৃত আস্বাদনে রহ অবিরত।
ভাগবত জীবন ভাগবত মরন,
শুদ্ধ আচমনে করতে হবে গ্রহণ।
নিজে করো অন্যকেও উদ্বুদ্ধ করবে,
পারিপার্শ্বিক কাটবে ভালো  মজা পাবে।
ঐশ্বর্য যশ বীর্য শ্রী বৈরাগ্য ও জ্ঞান,
পূর্ণরূপেই ভগবানে বিরাজমান।
ভাগবত অনুষ্ঠানে করবে গমন,
মন কৃষ্ণপ্রেম পাবে করলে শ্রবণ।
         চুকনগর, ডুমুরিয়া, খুলনা।


,