ভগবান যীশু
---------------------------
-------শিব পদ রায়
ভগবান যীশু তুমি মানব কল্যানে,
অবতীর্ণ হয়েছো এ সুন্দর ভূবনে।
সকল মানুষকে রেখেছো সমাদরে,
এনেছো আলোকদ্বারে গ্লানি দূর করে।
তুমি দিলে অমিয় বানী মনুষ্য মাঝে,
যা অনুসরণ করে চলি নিত্য কাজে।
বহু শুধরাও জীবন চলার পথে,
তবু জ্ঞান হয় না মানবের জগতে।
আজ তোমার জন্মদিন হে যীশু খ্রীস্ট,
জগতের মাঝে তুমি হলে সর্বশ্রেষ্ঠ।
মহান সৃষ্টি সব তোমার  হাত ধরে,
কারোবা হাসাও কাঁদাও রোজ হাসরে।
সত্যপথে চলতে তুমি উৎসাহী করো,
মানবকেই দিয়েছো জ্ঞান বুদ্ধি আরো।
যুগে যুগে তোমার নির্দেশিত বারতা,      
সবাই পালিব তোমার  সত্য সততা।
তুমিই দিয়েছো সঠিক পথের দিশা,
মানব জীবনে পূরন হবে প্রত্যাশা।
তব আলোক বর্তিকা হোক প্রজ্জ্বলিত,
জাগতিক মঙ্গলে হবে অনুপ্রাণিত।
           তাং- ২৪/১২/২৩ ইং
        চুকনগর ডুমুরিয়া, খুলনা।