ভাবাবেগ
-----------------------------
-------শিব পদ রায়
আমাদের ভাবাবেগে চলা উচিৎ নয়,
হৃদয়ের কোণে অহংকার জন্ম নেয়।
মনের ভিতর সংকীর্ণতা চলে আসে,
বড় হওয়ার স্বপ্ন নষ্ট সর্বনাশে।
এমন অনুভূতির মানুষের কষ্ট,
সমাজে সমাদর কম শ্রম অনিষ্ট।
পথচলায় অনুপ্রেরণার অভাব,
তবু পরিবর্তন নাই তার স্বভাব।
জীবন বড্ড বিচিত্রময় নিরুপায়,
এখানে আবেগের স্থান রহস্যময়।
অধিক আবেগ প্রবণতা নিরাশামাত্র,
সবকিছু মনে হয় জ্বালাময় গাত্র।
তাই ভাবাবেগে না হই যেন আসক্ত,
সবাই হবো জানি সকলের ভক্ত।
চলো এবার পণ করি বিভেদ ভুলে,
একসাথে থাকি যেন সবাই মিলে।
তাং- ০১/০১/২৪ ইং