উপস্থিত বুদ্ধি
------------------------------------
--------শিব পদ রায়
উপস্থিত বুদ্ধি খুব কাজের
জানিয়ে যেতে চাই,
বিপদ যখন আসে দুয়ারে
কৌশল লাগে তাই।
কৌশলী বুদ্ধি রয়েছে যাদের
দুর্ভাগ্য কেটে যায়,
বড় বড় সমস্যায় পড়লে
উদ্ধার হবে তায়।
যত দুর্যোগ আসুক সামনে
মোকাবেলায় মুক্তি,
সাহসী পদক্ষেপ নিতে হবে
হঠাৎ সিদ্ধান্ত যুক্তি।
সৎকাজে মনোবলের অভাব
সংকটে ফেলে দেয়,
উপস্থিত বুদ্ধি বাঁচিয়ে তোলে
সব সুরাহা হয়।
তাং- ১০/০৮/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।