উপহাস
------------------------------
-------শিব পদ রায়
কাউকে উপহাস করা ঠিক না,
পরিনাম হবে দু:সহ প্রাপ্ত বেদনা।
আজকে যাকে করছো অবহেলা তুচ্ছ ,
বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সে হবে উচ্চ।

গাঁয়ে মানে না আপনি মোড়ল কি লাভ?
বদলে যাও নইলে যাবে না স্বভাব।
একবার যদি এ মন্ত্রে দীক্ষিত হও,
দেখো অহংকার নিচে নামাবে আরও।

পাছে লোকে কিছু বলে দিতে নাই কান,
স্বীয় কর্ম নয় বিফল পাবে রতন।
হাসি ঠাট্টা করে যারা নিজেকে ঠকায়,
কাজের নামে অকাজ করে ব্যর্থ হয়।

এহেন স্বভাবের যাবে না মরলেও,
অমানুষ নামে ঘোরে মানুষ হয়েও।
এদের থেকে দূরে থাকো পাবে সুখ,
হাস্যরসে কাটাও জীবন নহে দু:খ।

          তাং- ০৩/০৫/২৪ ইং
           শিরোমণি, খুলনা।