উপদেশের বেলায় সবাই
-------------------------------------
-------শিব পদ রায়
উপদেশের বেলায় আছে সকলে,
কাজের নামে কেবল অকাজই চলে।
নিজের বেলাতে বিচার আচার নাই,
অপরের কাজে ত্রুটি ধরা দেখি তাই।
স্বীয় কর্মে অনেক ভুল নিজে দেখে না,
দৃষ্টি ফেরায় অন্য দিকে সমালোচনা।
দুর্নীতি নিয়ে চলে ব্যবহার ভালো না,
ভালো মন্দ বেহিসাবি চলে কুমন্ত্রনা।
মিথ্যা অপবাদ পরিকল্পিত ছলনা,
সংগোপনে চলে সংযোগ ব্যবস্থাপনা।
মানুষ ঠকানোর বীজ মন্ত্র স্থাপনা,
গোপনে আনন্দ উল্লাসে হয় সূচনা।
শয়তানী কার্য্যাদি চোখেমুখে বঞ্চনা,
অন্যের সুনাম সুখ্যাতি সহ্য হয় না।
আমিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেয় নিজে,
ছলেবলে যুক্তিতে ওস্তাদ বাজে কাজে।
তাং- ০৬/১১/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।