তুমি পাশে থাকলে
---------------------------------
-------শিব পদ রায়
তুমি পাশে থাকলে কোন বাঁধা রবে না,
ঝড়ঝঞ্চা যত আসুক নেই ভাবনা।
মোর মনে বনে কোনে তব বিচরণ,
যেদিক তাকাই দেখি দুচোখা নয়ন।

তোমার উৎসাহ জীবনে স্বীয় প্রেরণা,
যেথা আমি পাই চলার পথে সান্ত্বনা।
হাড্ডিসার চারিধারেই তোমাকে ঘিরে,
অনাবিল উদ্দীপনা রেখেছে অন্তরে।

দ্বিধাদ্বন্ধে  থাকি যখন তোমাকে স্মরি,
অপেক্ষায় থাকি কেবল তব মনে করি।
সব সমস্যা সমাধান হয় মূহুর্তে,
মনোকষ্ট নাই কভূ বিষয় আবর্তে।

সকল সিদ্ধান্তে থাকে সদা অভিমত,
পৌঁছে যাই লক্ষ্যে বিধাতার অভিপ্রেত।
স্বয়নে স্বপনে জীবনে মরণে রবে,
ঈশ্বরের অমোঘ বিধান জয় হবে।
    
     তাং- ০৬/০২/ ২৫ ইং