তোমার আপন হাতের
-----------------------------------------
-------শিব পদ রায়
তোমার আপন হাতের ছোঁয়া
আমার হৃদি দোলে,
আমি ভুলে যাইগো সবকিছু
মোর মন মাতালে।

যেদিকেই দুচোখ চলে যায়
কেবলই অপেক্ষা,
মনের আদান প্রদান নেই
সেই তুমি প্রতীক্ষা।

সহসা মনে পড়ে তব ছবি
সে তো ভোলার নয়,
আজও বাজে বেদনার বীণ
প্রতি মূহুর্তে হায়।

কত না স্মৃতি উঁকি দেয় মনে
যেথা বসি একেলা,
তোমার আপন হাতের  দোলা
মন করে উজালা।
  তাং-০৮/০১/২৫ ইং