তোমাদের স্মৃতিগুলো
-----------------------------------
-------শিব পদ রায়
তোমাদের স্মৃতিগুলো আমারে কাঁদায়,
আমি পারি না ভুলতে স্মৃতির পাতায়।
হারমোনিয়াম ডুগিতবলা মেঝেতে,
গানের অবয়ব জাগে নাতো মোহতে।

সাইকেল স্লিপার বিচিত্র খেলনায়,
নিরবে পড়ে আছে নিছক ছলনায়।
কামরার দেয়ালেই কলমের চিহ্ন,
স্মৃতির নীড়ে দেখছি শুধু পদচিহ্ন।

যত দূরে থাকো কেবলই মনে পড়ে,
তব বিচরণ ক্ষেত্র কেঁদে আখি ঝরে।
যারা মাতিয়ে দিত আনন্দ ভূবন,
শোনাতো নূতন দিনের নূতন গান।

আজ আর ভাল লাগে না সে স্মৃতিকথা,
যাদের কাছেই পেয়েছি প্রেরণা শত।
স্বয়নে স্বপনে নিশি জাগরণে তাই খুঁজি,
ফের পাবো মনের মত সেদিন বুঝি।

      তাং- ২৪/১২/২৪ ইং