তীর্থ ভ্রমণ
---------------------------------
--------শিব পদ রায়
গোপালগঞ্জের কাশিয়ানিতে
শ্রীধাম ওড়াকান্দিতে মিলেছে,
পবিত্র বারুণী মেলায় স্নাতে
লাখো লাখো পূর্ণার্থীরা মেতেছে।
ক্ষণে ক্ষণে ডাংকা দল আসছে
হরিবলে মুখরিত চৌদিকে,
হরিভক্ত সবে একইসুরে
শ্রীধাম উজ্জীবিত বহুমুখে।
একটি পুকুর কামনা করে
স্নান করে জলে মনষ্কামনা,
ইচ্ছা পূর্ণে বাসনা সরোবরে
ডুবিয়ে দেয় মানত বাসনা।
পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদের
আবির্ভাব এই পূণ্যভূমিতে,
যে নামেতে মেতেছে বারবার
কলিতে পার করো সাধ্যমতে।
তাং- ০৬/০৪/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।