টি টুয়েন্টি বিশ্বকাপ
-------------------------------------
--------শিব পদ রায়
অপূর্ব মনোরম ইনিংস উপহার,
ইংল্যান্ডের বিপক্ষে জবাব ভারতের।
সেমিফাইনালে ইংলিশদের উড়িয়ে,
ইন্ডিয়াই ফাইনালে উন্নীত হয়ে।
অধিনায়কচিত ইনিংস উপহার,
প্রতি ম্যাচে সেরাদের সেরা রোহিতের।
অষ্ট্রেলিয়াকে প্রতিশোধেরই জবাব,
সেমিফাইনালে ভারত বীর প্রভাব।
রোহিত শর্মার দুর্দান্তই চার ছয়,
দলের জন্য আছে দৃঢ় আত্মপ্রত্যয়।
দক্ষিণ আফ্রিকা সনে জিতবে ভারত,
ফাইনালে দিবে না ছাড় আছে নিয়ত।
ঊনত্রিশ তারিখে দেখবে মহারণ,
ক্রিকেটের যুদ্ধে দুদলের অবস্থান।
জেতার বিকল্প নাই ভারতের সামনে,
বিশ্বকাপ ঘরে তুলবে চ্যালেঞ্জ মনে।
তাং- ২৯/০৬/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।