ঠাকুরের নামে
------------------------------------
-------শিব পদ রায়
ঠাকুরের নামে শুভকাজ শুরু করি,
সবকিছুর নিয়ন্তা জগতের হরি।
অপরুপ মহিমা ভবেরও কান্ডারী,
হিসাব নিকাশ রাখেন কৃষ্ণ মুরারী।
দু:খ দুর্দশা লাঘব করেন প্রত্যহ,
সবার মধ্যে বিরাজমান অহরহ।
ভক্তের ডাকে তিনি সাড়া দেন সর্বদা,
ভাল কাজের স্বীকৃতিতে দেন মর্যাদা।।
ঈশ্বরের দাস হতে চাই কর্মমাঝে,
আশির্বাদ শিরোধার্য হয় সর্বকাজে।
যেখানে যেভাবে রবো থাকি যেন ভাল,
সর্ব কাজের কাজী দিও পথের আলো।
তাং- ২৩/১২/২৪ ইং