ঠকবাজি
--------------------------------
-------শিব পদ রায়
বাজারে বেরিয়েছে ঠকবাজি
মানুষ ঠকায় যে,
থাকবে সাবধান হুঁশিয়ার
বেঈমানীরা বাজে।
চিন্তা শুধু ধরবো মারবো
বাঁচাবে তোমায় কে,
একদিন সময় আসবে তোমার
সুদে মূলে বিপাকে।
মানুষ নিয়ে ব্যবসা যাদের
হবে না কোন গতি,
শেষের দিনে হিসাব নিকাশ
রবে না আদৌ শক্তি।
ছাড় মনরে কপটচাতুরী
করো না ঠকবাজি,
আসবে প্রচন্ড দু:খ অশান্তি
সুখ ফুরালে পাজি।
তাং- ১৩/০৭/২৪ ইং