তৎপর
-------------------------------
-------শিব পদ রায়
আকষ্মিকভাবে আগত মেসেজ
আশু করো সমাধা,
কোন কাজ ফেলে রাখা ঠিক না
নিরসনে সুবিধা।
কাজের প্রতি রাখো একাগ্রতা
ঠিকমত সাপ্লাই,
যখন যেটা সামনে আসবে
করে যাওয়া চাই।
অনেকে ফেলে রাখে তার কর্ম
যা শুভকর নয়,
একসময় জমানো সব কাজ
বিব্রতবোধ হয়।
তথাপি বসে থেকে লাভ নেই
সময় বয়ে যায়,
বেকায়দায় পড়ে হাহাকারে
সর্বনাশই হয়।
তাং- ০৩/১২/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।