তথ্য
------------------------------
-------শিব পদ রায়
ভুল তথ্যে এগিয়ো না বিপদে পড়বে,
নির্ভুল সত্যতায় অপেক্ষা করো তবে।
অসত্য নিয়ে লড়াই করা ঠিক নয়,
পরিনামে অশান্তি ভোগ করতে হয়।
প্রায়ই শোনা যায় বিভ্রান্তির সংবাদ,
যার আড়ালে থাকে চক্রান্ত অপবাদ।
দু:সময়ে ধৈর্য্য ধরা একান্ত জরুরী,
বুদ্ধি কাজে লাগিয়ে মিটবে দরকারী।
মিথ্যা বানোয়াট অসত্যে নয় সামিল,
উঁকি মারবে ষড়যন্ত্রের বেড়াজাল।
তাই জেনেশুনে বিষ করো নাতো পান,
স্বীয় কাজে বেঁচে রবে নিজের সম্মান।
দুর্দিন এলে ভূয়া দলিল চোখ মেলে,
চারদিক দেখি হায়েনার যাঁতাকলে।
তথ্য উপাত্ত সব সঠিক হলে পরে,
সর্ব শান্তি ধর্মের কল বাতাসে নড়ে।
তাং- ০৭/০৯/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।